
মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু আহত হয়েছেন।
রোববার ভোরবেলায় পার্টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছিল। হামলায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, হামলার কারণ এখনও জানা যায়নি। তবে মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুয়ানাজুয়াতো প্রদেশ তেল বিশুদ্ধকরণ শিল্পের জন্য বিখ্যাত। তবে মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোর। তিনি বলেছেন, এই হামলা মেক্সিকোর জন্য একটি দুঃখজনক ঘটনা। তিনি হামলার ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
হামলার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।