
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত ও ২২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে।
চীনের জাতীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরো (এনইএমএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গানসু প্রদেশের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরুফান শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের প্রভাব তুরুফান, কুচিং এবং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্যান্য এলাকায়ও অনুভূত হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পে তুরুফান শহরের অনেক ভবন ধসে পড়েছে। এছাড়াও, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর এলাকায় মারাত্মক ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ রাতে বাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান করছেন।
চীন ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগেও চীনে বড় বড় ভূমিকম্প হয়েছে। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়েছিল।