Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত, ১৬০ জনেরও বেশি আহত

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত, ১৬০ জনেরও বেশি আহত
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত, ১৬০ জনেরও বেশি আহত

রাশিয়া গতকাল শুক্রবার ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, এর আগে ইউক্রেনের এত বেশি সংখ্যক শহরে একযোগে হামলা চালায়নি রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ‘রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ-ক্ষেপণাস্ত্র ছিল, তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রুশ বাহিনী….অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র এবং অজস্র ড্রোন ছোড়া হয়েছে পুরো ইউক্রেনকে লক্ষ্য করে। তবে আমরা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছি।’

ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ১৫৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক বলেছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর এটি বৃহত্তম বিমান হামলা।

সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিল্প ও সামরিক স্থাপনা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলার পর ক্রেমলিনের সাথে যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসা উচিত হবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।