Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪

ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪
ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪

ভারতে একটি বাস খাদে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ভারতের ছত্তিশগড়ে দূর্গ জেলার কুমহারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দূর্গ জেলার কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী বলেন, শ্রমিকদের বহনকারী একটি বাস রাত সাড়ে ৮টায় কুমহারি এলাকার কাছের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অন্তত ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালেক্টর বলেন, আহতদের মধ্যে ১২ জনকে রায়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাঁদের সবার অবস্থা ভালো। তাঁদের চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালেক্টর আরও বলেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটি উদ্ধারে কাজ চলমান রয়েছে।