Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কালকিনিতে জেলা প্রশাসকের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালকিনিতে জেলা প্রশাসকের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের সাথে শিক্ষার মান উন্নয়ন, মাদক নিমূল, বাল্য বিবাহ, তথ্য প্রযুক্তির অপব্যবহার ইত্যাদি নিমূল ও প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছায়েদুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত মোঃ হারুর অর রশিদ, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্জ মোঃ বাবুল আকন ও শিক্ষক মোঃ কায়কোবাদ শামীম প্রমুখ।