Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় একই পরিবারে দুই বোনের সহকারী শিক্ষক পদে চাকরি

নড়িয়ায় একই পরিবারে দুই বোনের সহকারী শিক্ষক পদে চাকরি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি হলো শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ঢালী কান্দি’র হাবিবুল্লাহ ঢালীর দুই মেয়ে রাশিদা আক্তার ও আয়শা আক্তারের। একই সাথে দুই বোনের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি হওয়াতে পরিবারের মধ্যে আনন্দের ঢল নেমেছে। হাবিবুর রহমান ঢালীর এই দুই মেয়ের চাকরির সুবাদে তার চার মেয়ে মেধার জোরে কোনরকম তদবির ছাড়াই সরকারি চাকরি পেল। এ নিয়ে তিন বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এবং বড় বোন কমিউনিটি ক্লিনিক এ চাকরি পেল। পাচ বোনের ভিতর চার বোন পোষ্ট গ্রাজুয়েট এবং ছোটবোন গ্রাজুয়েট। পরিবারের মধ্যে তারা পাঁচ বোন ও এক ভাই। ভাই সবার ছোট। ভাই সাইফুল ইসলাম কোরআনে হাফেজ এবং বর্তমানে শরীয়তপুর কামিল মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত। জানা যায়, পিতার নিরলস চেষ্টা, মা মমতাজ বেগমের রাতজাগা পরিশ্রম ও অধ্যয়নে মৌখিক শাসন এবং নিজেদের কঠিন অধ্যবসায় তাদের এ সফলতা বয়ে নিয়ে এসেছে। বড় দুই বোন বিবাহিত ও তিন বোন এবং একমাত্র ভাই অবিবাহিত। পিতা হাবিবুল্লাহ ঢালী নশাসন আর আই সিনিয়র আলিয়া মাদ্রাসায় চাকরিরত আছেন এবং মা গৃহিনী। তারা শরীয়তপুরের কর্মরত সাংবাদিক দৈনিক রুদ্রবার্তার যুগ্ম-বার্তা সম্পাদক আনিছুর রহমানের ফুফাতো বোন এবং নশাসন ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান বেপারীর মেয়ের ঘরের নাতনি।