
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় ২’শ হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
শরীয়তপুর জেলা পুলিশে কর্মরত ১৭তম ব্যাচের পুলিশ সদস্যদের চাকরির ৩ বছর পূর্তি উপলক্ষ্যে ও পালং মডেল থানা পুলিশের উদ্যোগে ১১ মে সোমবার সকাল সাড়ে ১০টায় পালং মডেল থানা চত্বরে পুলিশ সুপার এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, পুলিশ লাইন্সের আর আই সিরাজুল ইসলাম, পালং মডেল থানা ওসি আসলামউদ্দিন ও ওসি(তদন্ত) মো: আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় পুলিশ সুপার বলেন, করোনা প্রাদুর্ভাবে অনেক কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ কর্মজীবীদের মধ্যে পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায় যেমন-মুচি, ঋষি ইত্যাদি লোকজন রয়েছে। করোনা প্রাদুর্ভাবে তারাও কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহযোগিতা পুলিশ আজ পাশে এসে দাড়িয়েছে। এ করোনা প্রাদুর্ভাব যতদিন থাকবে, পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম ততদিন থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |