Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে করোনায় অসহায় ২’শ হরিজন সম্প্রদায়ের খাদ‍্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

শরীয়তপুরে করোনায় অসহায় ২’শ হরিজন সম্প্রদায়ের খাদ‍্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার
শরীয়তপুরে করোনায় অসহায় ২’শ হরিজন সম্প্রদায়ের খাদ‍্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে শরীয়তপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় ২’শ হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ‍্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

শরীয়তপুর জেলা পুলিশে কর্মরত ১৭তম ব‍্যাচের পুলিশ সদস‍্যদের চাকরির ৩ বছর পূর্তি উপলক্ষ্যে ও পালং মডেল থানা পুলিশের উদ‍্যোগে ১১ মে সোমবার সকাল সাড়ে ১০টায় পালং মডেল থানা চত্বরে পুলিশ সুপার এ খাদ‍্যসামগ্রী বিতরণ করেন।

এ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, পুলিশ লাইন্সের আর আই সিরাজুল ইসলাম, পালং মডেল থানা ওসি আসলামউদ্দিন ও ওসি(তদন্ত) মো: আশরাফুল ইসলামসহ অন‍্যান‍্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় পুলিশ সুপার বলেন, করোনা প্রাদুর্ভাবে অনেক কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ কর্মজীবীদের মধ্যে পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায় যেমন-মুচি, ঋষি ইত্যাদি লোকজন রয়েছে। করোনা প্রাদুর্ভাবে তারাও কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহযোগিতা পুলিশ আজ পাশে এসে দাড়িয়েছে। এ করোনা প্রাদুর্ভাব যতদিন থাকবে, পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম ততদিন থাকবে।