Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাদারীপুর ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু

মাদারীপুর ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু
মাদারীপুর ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু

মাদারীপুরে প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে।

করোনাভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত ছুটিতে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম চালু করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার প্রথম আদালতের কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, ই-মেইলের মাধ্যমে আইনজীবীরা আবেদন জমা দেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ভার্চুয়াল আদালতের মাধ্যমে একটি আপিল মামলায় আসামীর জামিন মঞ্জুর করেন।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে বাদী বিবাদী পক্ষের আইনজীবিরা পৃথক পৃথক স্থান থেকে শুনানিতে অংশ নেয়। শুনানি শেষে আপিল মামলার আসামীর জামিন মঞ্জুরের নির্দেশ দেন বিচারক।

আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি নিয়ে মাদারীপুর আদালতে দেওয়া প্রথম আদেশ এটি।

জামিন আবেদনটি জমা দেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, আদালতে পৃথক স্থানে ভার্চুয়াল উপস্থিতিতে বাদী-বিবাদীর আইনজীবিরা শুনানিতে অংশগ্রহন করেন। এইভাবে বিচার কার্যক্রম মাদারীপুরে এই প্রথম।