Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মোবাইল ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি পেশ

শরীয়তপুরে মোবাইল ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি পেশ

শরীয়তপুরে মোবাইল ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি পেশ করেন মোবাইল ব্যাবসায়ীগণ।

মঙ্গলবার ৬ অক্টোবর মোবাইল ব্যাবসায়ীগণ বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয় বরাবর এ স্মারকলিপি পেশ করেন।

এ স্মারকলিপিতে গত ৫ অক্টোবর সোমবার ভোর ৫ টার দিকে পালং উত্তর বাজার মর্ডাণ স্মার্ট গ্যালারীতে এক ভয়াবহ চুরি সংগঠিত হওয়ার বিষয়ে আবেদন পেশ করা হয়। মর্ডাণ স্মার্ট গ্যালারীতে প্রায় ২৫-৩০ লক্ষ টাকার মোবাইল চুরি হয়। এছাড়া এর পূর্বেও বিভিন্ন মোবাইল দোকানে মোবাইল চুরি সংগঠিত হয়েছে। এরসাথে কোন চক্র জড়িত আছে এ সন্দেহে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয় বরাবর এ স্মারকলিপি পেশ করেন মোবাইল ব্যাবসায়ীগণ।

মোবাইল ব্যাবসায়ী সমিতির সভাপতি এম এ ফয়েজ মোহাম্মদ সালেহ-এর সভাপতিত্বে স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন শরীয়তপুরের মোবাইল ব্যাবসায়ীগণ।