Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দুই এসআই এর বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা এসপি শামছুন্নাহারের !

দুই এসআই এর বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা এসপি শামছুন্নাহারের !

দুই এসআই এর বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার পিপিএম। সাদা পোশাকে ৩ যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুর থানার দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান।

গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর থানার এএসআই আবদুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানার এএসআই মুশফিকুর রহমান। শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার প্রেস ব্রিফিং করেন।

ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেয়ার সময় ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মাদক থাকার অভিযোগে তিন যুবককে তুলে নেয়। পরে তাদের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

টাঙ্গাইল ও গাজীপুরের পুলিশ সুপার প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করেন। আর তিন যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।