
এসএসসি তে ভালো ফলাফল করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। গতকাল (৬ই মে) সোমবার প্রকাশিত ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে শরীয়তপুর জেলায় বরাবরের ন্যায় এ বছরও ভালো ফলাফল অর্জন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে শতভাগ পাসসহ ৯৬% শিক্ষার্থী পাস করার কৃতিত্ব দেখিয়েছে। চারজন শিক্ষার্থী জিপিএ-৫ এবং বাকি শিক্ষার্থীরা ‘এ’ ও ‘এ-’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গতকাল ফলাফল প্রকাশিত হবার সাথে সাথে শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকমন্ডলী বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠে।
প্রতিষ্ঠানটির সফলতায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, “শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নিয়ামক। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
প্রতিষ্ঠানটির এ গৌরব উজ্জ্বল সফলতায় কৃতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সকল অবিভাবককে অভিনন্দন জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম। ভবিষ্যতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আরো আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |