Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রাজধানীর কল্যাণপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্প

রাজধানীর কল্যাণপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্প

রাজধানীর কল্যাণপুরে দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। গতকাল (১৮ মে, শনিবার) বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির আয়োজনে কল্যাণপুর, নতুন বাজার এলাকায় এ হেল্থ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত দিনব্যাপি এই ক্যাম্পে ১৫’শ এর অধিক দুঃস্থ ও গরীব রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এর তত্ত্বাবধানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. সানজিদা রহমান, ডা. আবু তাহের, ডা. হেলাল উদ্দিন, ডা. মোতাহার হোসেন রতন, ডা. সুব্রত ঘোষ, ডা রেহেনা আখতার, ডা. রোমানা সুলতানা, ডা. রাবেয়া সুলতানা, ডা চয়ন বিশ্বাস, তুষার নিয়ামুল, আবু তাহের রতন সহ দেশের বিভিন্ন মেডিকেলের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ।