Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

অধিকাংশ মা বাবাই স্ট্রোক করবে যদি দেখে তাদের সন্তান প্রবাসে কি করে!

অধিকাংশ মা বাবাই স্ট্রোক করবে যদি দেখে তাদের সন্তান প্রবাসে কি করে!

প্রবাসীরা সেই লোক যাদের কাছে আপনারা দামী মোবাইল চান। আর এরা কোন রকম একটা মোবাইল দিয়ে বছরের পর বছর কাটিয়ে দেয়।
প্রবাসীরা সেই লোক যারা ভোর ৫ টায় কাজের জন্য বের হয়। আর আপনারা ঠিকই নাক ডাকিয়ে সকাল দশটা পর্যন্ত ঘুমান। প্রবাসীরা সেই লোক যারা সকালের নাস্তা পলিথিনের ব্যাগে করে খাবার নিয়ে যায়। আর আপনারা সাহেবের মতন খাবার টেবিলে বসে নাস্তা করেন। প্রবাসীরা সেই লোক যারা ৫০+ ডিগ্রি (ক্কঈ) রোদের মধ্যে কাজ করে, বিশ্রামের জন্য যাদের ঠাই হয় বালুর মধ্যে খেজুর গাছের নিচে। আর আপনারা ঠিকই এসি/ফ্যান চালিয়ে আরামে বিশ্রাম করেন। প্রবাসীরা সেই লোক যারা সন্ধ্যায় রুমে আসতে ৩’শ গজ লম্বা লাইন দাড়াতে হয় গাড়িতে উঠার জন্য।
আর আপনারা ঈঘএ-অঈ গাড়ি ভাড়া করে বাড়িতে আসেন। প্রবাসীরা সেই লোক যারা সারা দিন এতো কষ্ট করে সন্ধ্যায় কাজ শেষে রুমে গিয়ে ৫০ ডিগ্রি (ক্কঈ) গরমের মধ্য রান্না করে খেতে হয়। আর আপনারা কাজের বুয়া দিয়ে রান্না করিয়ে টেবিলে গোছানো খাবার খেতে পছন্দ করেন। প্রবাসীরা সেই লোক যারা সময় বেধে বাড়িতে কল দেয় টাকা যাতে বেশি খরচ না হয়। আর আপনারা ঠিকই দিন-রাত বেহুলা সুরে বিনা প্রয়োজনে কথা বলে যান। প্রবাসীরা সেই লোক যারা একবার অসুস্থ হলে ডাক্তারের ভিজিট এবং অনেক টাকার ঔষধের কথা চিন্তা করে আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। আর আপনার পেটে ব্যাথা হলে ঠিকই ভালো ডাক্তারের কাছে যান। প্রবাসীরা সেই লোক যারা অতি কষ্টে দিন কাটালেও বাড়িতে কাউকে বুঝতে দেয়না মুখে মুচকি হাসি আর অন্তরে ব্যাথা নিয়ে থাকে সব সময়। তবু এরা আপনাদের সুখি রাখতে চায়। আর আপনারা কি একবারও বুঝার চেষ্টা করেন প্রবাসে সে কত কষ্টে আছে?