
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে ২০ মে সোমবার আনুমানিক সন্ধ্যা ৬ টা ৫ মিনিটের সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট দক্ষিণপাড় মেসার্স একতা ট্রান্সপোর্ট এজেন্সি এন্ড কমিশন এজেন্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে বিজন সেন (২২), পিতাঃ গোবিন্দ সেন, সাং-আড়–য়াকান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে গাঁজাসহ হাতেনাতে আটক করে।
এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |