
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৩৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের শুভ উদ্ধোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ২৩৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে সরিষা বীজ ও ফসলভিত্তিক এমওপি ১০ কেজি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৪১৫ জনকে ২০ কেজি করে গম, ১৫ জনকে ২ কেজি করে ভুট্টা, ৮৫ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ১০জনকে ১০ কেজি করে চিনাবাদাম, ৩০ জনকে ৫কেজি করে মুগ ডাল, ১৭০জনকে ৫ কেজি করে খেশারী ডাল, ১২০৮ জনকে ১কেজি করে সড়িষা, ১৮৫ জনকে ৮কেজি করে সয়াবিন, ২০জনকে ১কেজি করে পেয়াজ, ২০ জনকে ২কেজি করে অড়হর বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিনের উপস্থাপনায় বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজাল। এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কাশেমসহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।