Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

২ হাজার বীমা দাবীর প্রায় সাড়ে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি

২ হাজার বীমা দাবীর প্রায় সাড়ে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা দাবীর চেক হস্তান্তর ও মাসিক সমন্বয় সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হল রুমে এ চেক হস্তান্তর ও মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রায় ২ হাজার বীমা গ্রাহকদের মাঝে বীমা দাবীর সারে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।
সমন্বয় সভায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) মোঃ নওশের আলী নাঈম ও উপ-ব্যবস্থাপনা পরিচলক (আল-আমিন বীমা প্রকল্প) মোঃ আবু তাহের সহ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড হবে দুর্নীতিমুক্ত কোম্পানী। বীমা গ্রাহকের বীমা দাবীর টাকা পরিশোধে শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে। একজনের টাকা আরেকজনে খেয়ে ফেলবেন এটা হবে না। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে কোন দুর্নীতিবাজের ঠাই হবে না। যদি কেউ দুর্নীতি করতে চান তবে এখান থেকে চলে যান। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী হবে গ্রাহকের শতভাগ বিশ্বস্ত কোম্পানী। আমরা গ্রাহকের টাকা মেরে বড় হতে চাই না। আমরা চাই গ্রাহকের যার যার বীমা দাবীর টাকা শতভাগ আস্থার সাথে সঠিক সময়ে তাদের কাছে হস্তান্তর করতে।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন। আমরাও সমর্থন জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে একাধিকবার সভা-সমাবেশ করেছি। মাদকের বিরুদ্ধে একাধিকবার সভা-সমাবেশ করেছি। পপুলার লাইফ ইনস্যুরেন্সে দুর্নীতিগ্রস্থ ব্যক্তির স্থান হবে না।