
মানুষের অন্যতম মৌলিক অধিকার ‘নিরাপদ খাদ্য’ নিশ্চিত ও খাদ্যে ভেজাল প্রতিরোধে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ খাদ্য ও ভোগ্যপন্য আন্দোলন, বাংলাদেশ। এরই লক্ষ্যে ইংরেজী দৈনিক দ্য নিউ নেশনের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবলুকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান আজমকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১/০৯/২০১৯) তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপনন প্রতিরোধে সকল স্তরের জনগণের মাঝে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহনে দেশব্যাপী স্বেচ্ছাসেবামুলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় দেশের সকল জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বৈঠকে শহীদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, সরদার মোহাম্মদ আব্দুস সাত্তার ও ইসমাঈল হোসেন সিরাজী (সহ-সভাপতি), সরওয়ার নিজামী (যুগ্ম-সম্পাদক), ফারুক আলম (সাংগঠনিক সম্পাদক), মোশাররফ হোসেন শিকদার (কোষাধ্যক্ষ), এডভোকেট মোহাম্মদ তরিক উল্ল্যাহ (আইন), মো.আব্দুল আজিজ (দফতর), জহির উদ্দিন তুহিন (গনমাধ্যম), মাহমুদুর রহমান খান বাপ্পী (প্রচার-প্রকাশনা), মোহাম্মদ ঈমাম হাছান (সমাজকল্যান) ও শামসুল আরেফীন (কর্মসূচি সমন্বয়ক) মনোনিত হন।
এছাড়াও মঈন উদ্দিন আহমদ, নজির আহমদ, দেবাশীষ বড়–য়া, তৌহিদ হোসেন, সাখাওয়াত উল্লাহ ও সুজন মাজহারকে নির্বাহী সদস্য মনোনিত করা হয়।