Saturday 20th April 2024
Saturday 20th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্য যাত্রার সংবাদ সম্মেলন

সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্য যাত্রার সংবাদ সম্মেলন

শতশত বছর ধরে থিয়েটারের যে মহাসড়ক রচিত হয়েছে, নাট্যধারা সেই সড়ক গড়ার শ্রমিক হয়েছে আজ থেকে সাতাশ বছর আগে। কত বন্ধুর পথ পেরিয়ে আজ নাট্যধারা মঞ্চনাটকের এক যুবক পথিক। এই পথকে প্রশস্ত করতে এবং মঞ্চনাটকের নতুন দর্শক সৃষ্টি করতে নাট্যধারা ছুটে চলেছে সারা দেশ জুড়ে। একথা অনস্বীকার্য যে, নাটক মানুষের কথা বলে, সমাজের কথা বলে। অন্যায়, অবিচার, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে নাটক সর্বদাই সোচ্চার। নাট্যধারাও সেই প্রত্যয়ে এগিয়ে চলেছে দৃপ্ত পায়ে। তবে থিয়েটার বরাবরই ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’র তুল্য। অলাভজনক আর অবাণিজ্যিক এই শিল্পচর্চার পৃষ্ঠপোষক খুব একটা দেখা যায় না। করবেই বা কেন? পুঁজিবাদের বিরুদ্ধেই যে এর অবস্থান। তবুও সুমনা হাউজিং লিমিটেড-এর মত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান শুধুমাত্র নাট্যচর্চাকে ভালোবেসে, নাট্যচর্চার পথকে মসৃণ ও প্রশস্ত করতে নাট্যধারার পাশে দাঁড়িয়েছে। আর তাই ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্য যাত্রা’ শ্লোগানকে সামনে রেখে নাট্যধারা সারা দেশে মঞ্চনাটক প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করেছে। সুন্দর সমাজ গঠনে এবং আলোকিত মানুষ গঠনে শক্তিশালী ভূমিকা রাখে মঞ্চনাটক, নাট্যচর্চা। তবে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, নাট্যচর্চা ও প্রদর্শনীর বিকেন্দ্রিকরণ এবং মোবাইল-ইন্টারনেট-আকাশ সংস্কৃতির এই যুগে নানা রকম মায়াবী হাতছানির কবলে পড়ে যে দর্শক শুন্যতা সৃষ্টি হয়েছে তা পুরণে সর্বোপরি সারা দেশের নাট্যকর্মীদের মেলবন্ধন তৈরী করতে নাট্যধারার এই ক্ষুদ্র প্রয়াস ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্য যাত্রা’।
দেশ জুড়ে নাট্যযাত্রার পরিকল্পনা বাস্তবায়নে সুমনা হাউজিং এবং নাট্যধারার মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে ২ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক, সুহৃদ, নাট্যবন্ধু, শুভাকাঙ্খীদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সুমনা হাউজিংয়ের চেয়ারম্যান হায়দার আলী এবং নাট্যধারা’র প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু। চুক্তিপত্র মতে সুমনা হাউজিংয়ের পৃষ্ঠপোষকতায় বছরব্যাপী দেশ জুড়ে নাট্যযাত্রায় নাট্যধারা এগিয়ে যাবে দেশের উল্লেখযোগ্য সকল শহরে।
সংবাদ সম্মেলনে সুমনা হাউজিংয়ের চেয়ারম্যান হায়দার আলী বলেন, ‘প্রত্যেকের কাছেই নিজ বাড়ি যেমন একটা বিশ্রাম ও আশ্রয়ের ঠিকানা, তেমনি ক্ষয়-ক্ষতি ও সহিংসতার বিরুদ্ধে সুরক্ষাস্থল। আমরা চাই প্রত্যেকটি শ্রেণী ও পেশার মানুষ তার নিজের একটি স্বপ্নের মাথা গোঁজার ঠাঁই পাক। তাই সাধ ও সাধ্যের সমন্বয় রেখে আমরা কাজ করে চলেছি। আসুন, ‘সীসা বিহীন ঢাকায় থাকি, সবুজের সমারোহে শ্বাস নিয়ে বাঁচি’ এই জয়গানে উদ্বুদ্ধ হয়ে মানবিক ও মানসিক উৎকর্ষ সাধনে সংস্কৃতি চর্চা ও নাট্যচর্চায় জড়িত হই। নাট্যধারাকে সঙ্গী করে আমরা আসছি ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্যযাত্রা’ নিয়ে আপনার শহরে।’
চুক্তি স্বাক্ষর করে নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু বলেন, ‘নাট্যধারা নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল মূল্যবোধকে প্রাধান্য দেয়। পেশাদারী মনোভাব নিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলনের চেতনায় মঞ্চে এবং পথে গত ২৭ বছর ধরে নাটক করে নাট্যধারা নাট্যামোদী মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই আমরা জ্ঞানপাপী, যুদ্ধংদেহী শক্তিশালী মারণাস্ত্র, হীন স্বার্থে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এবং মৌলবাদের হিং¯্র থাবার বিরুদ্ধে দাড়িয়েছি মঞ্চনাটককে হাতিয়ার করে। এই আশায় একদিন মানুষ ফিরে পাবে বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী; সাম্য মৈত্রীর বন্ধনে গড়া মাটির স্বর্গ। নাট্যধারা সুমনা হাউজিংলিমিটেড-এর কাছে কৃতজ্ঞ। মঞ্চনাটকের পাগলামী বুকে নিয়ে সমাজ গঠনে, আলোকিত মানুষ গঠনে দেশজুড়ে নাট্যযাত্রায় নেমে পড়েছে নাট্যধারা- পৃষ্ঠপোষক। আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন।’
বছরব্যাপী সুমনা হাউজিং-নাট্যধারা দেশজুড়ে নাট্যযাত্রার উদ্বোধনী প্রদর্শনী শরীয়তপুরে। আগামী ৬ ডিসেম্বর শরীয়তপুর পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিকাল ৪ টায় কালেক্টরেট কিশলয় সংগীত একাডেমি, শরীয়তপুর মঞ্চস্থ করবে পথ নাটক ‘চন্দ্রালোক’। সন্ধ্যা ৬টায় নাট্যধারার মঞ্চনাটক ‘চার্লি’; রচনা ও নির্দেশনায়: লিটু সাখাওয়াত।