
প্রাণঘাতী করোনা ভাইরাস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সেনেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জব্বার আকন দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
শুক্রবার (২২ মে) সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে জাজিরা উপজেলার এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি সেমাই ও ১ কেজি চিনি বিতরণ করেন।
এ সময় সেনেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী গোলাম মোস্তফা, শ ম আব্দুল মালেক, সুবেদার বাচ্চু হালাদার, তুহিন আকন, আলী আকবর মোল্যা, তোতা মোল্যা, জালাল জমাদ্দার, আবু তালেব আকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।