Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভাঙ্গা থেকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী আটক করেছে র‌্যাব

ভাঙ্গা থেকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী আটক করেছে র‌্যাব

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জামাল শেখ (৩৫), পিতাঃ মোঃ রাজু শেখ, সাং-খানজাপুর, থানাঃ মুকসুদপুর, জেলাাঃ গোপালগঞ্জকে আটক করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, অভিযুক্ত মোঃ জামাল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বরইতলা এলাকার ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় উক্ত স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত মোঃ জামাল শেখ ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে নিজেকে আত্মগোপন করে বেশ কিছু দিন পালিয়ে থাকে। এ সংক্রান্তে ভিকটিমের পরিবার বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং উক্ত অভিযুক্তকে গ্রেফতারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে ৩০ এপ্রিল রাত আনুমানিক ৩ টার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ জামাল শেখকে আটক করেন। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে। আটককৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।