
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ ২৫-০৭-২০১৯ তারিখে শেষ হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালকে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।
প্রক্টর হিসেবে মোস্তফা কামাল ২৬-০৬-১৯ তারিখ থেকে তার কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে জবিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |