Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025
শিরোনাম

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আয়োজনের শুরু হয়। এরপর শিক্ষার্থী, অভিভাবক শিক্ষক-শিক্ষিকা সকলে কালো ব্যাজ পরিধান করে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নেয়, প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে প্রভাত ফেরিটি। পাশ^বর্তী সড়ক ঘুরে কলেজ ক্যাম্পাসে অবস্থিত দৃষ্টি নন্দিত শহীদ মিনারে এসে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম। তিনি প্রথমে ফাউন্ডেশন ও কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকল শাখার শিক্ষার্থীরা সেকশন টিচারের নেতৃত্বে শহীদদের স্মরনে শহীদ মিনারে ফুল দেন। এছাড়া শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণমালা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একুশে শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানের সাহিত্য ক্লাব, ভাষা শহীদদের স্মরনে সাংস্কৃতিক আয়োজন ছিল চোখে পড়ার মত। এরপর আলোচনা পর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা দেশপ্রেম লালন করে এগিয়ে যাবে। আমি বিশ^াস করি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীতে ভালো লেখাপড়া করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব ডিজিটাল সোনার বাংলা গড়তে দৃঢ় ভূমিকা রাখবে।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।