Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা

জাজিরায় প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা

জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক মিলন মেলা ১৯ জুলাই শুক্রবার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে কুরআন তেলোয়াত ও গিতা পাঠ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এতে উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের পরিবার, প্রাক্তন শিক্ষকরা অংশগ্রহণ করে।
পরে পরিচিত সভা শেষে স্মৃতিচারণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সি.এম এনামুল হক প্রমূখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষদের মিলন মেলায় উপজেলা সকল শিক্ষকদের বন্ধন সৃষ্টি হয়েছে। প্রতিবছর এমন অনুষ্ঠান করলে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। এতে সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া যায়।
বিকেল তিনটায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ সময় শিক্ষকরা নেচেগেয়ে আনন্দে মেতে ওঠেন। পরে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেফেল ড্র পর্ব চলে।