Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা

জাজিরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা

“এডিস মশার বংশ প্রতিরোধ করুন, ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচুন” এই শ্লোগানকে সামনে রেখে দেশের চলমান ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে শরীয়তপুর জেলার জাজিরা টিএন্ডটি মোড়ে লিফলেট বিতরণ ও জাজিরা মহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুল হাসানের নেতৃত্বে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাজিরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন, জাজিরা মহর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল আজিজ খান প্রমুখ। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে তুলে ধরা হয়।