
নিয়মিত তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় কর্তৃক ১৬ সেপ্টেম্বর সোমবার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মঙ্গলমাঝি ঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে মেসার্স জামাল খান স্টোর ও মেসার্স সুমন স্টোরে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। উক্ত অপরাধে প্রশাসনিক প্রতিকার হিসেবে উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপে ও আদায় করা হয়েছে। এছাড়া সবগুলো প্রতিষ্ঠানকে সতর্ক করা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পন্য স্পটে ধ্বংস করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন ক্যাব শরীয়তপুর এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |