বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

জাজিরায় নুসার উদ্যোগে ক্রীড়া ও স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাজিরায় নুসার উদ্যোগে ক্রীড়া ও স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র যৌথ অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দিনব্যাপী জাজিরা সরকারি মহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নুসার সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাজিরা সরকারি মহর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ টি এম মতিউর রহমান, নুসার সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন, এরিয়া ম্যানেজার প্রশান্ত কুমার মল্লিক।
নুসার সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন এর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক মোঃ শহিদ খান, শেখ মোঃ বিল্লাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। পরে বিকালে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


error: Content is protected !!