
শরীয়তপুরের জাজিরা উপজেলায় নানা আয়োজনের ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করা হয়।
পরে জাজিরা উপজেলা শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করেন জাজিরা উপজেলা চেয়ারম্যান ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাগণ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
সকাল সাড়ে ৮ টায় জাজিরা মোহর আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও উপস্থিত সর্বোস্তরের ব্যক্তিবর্গকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা পৌরসভার মেয়র ইউনুছ বেপারী, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জাব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ জাজিরা উপজেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাজিরা থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী, জাজিরা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠণের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |