Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

জাজিরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সন্মান দুই ই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাজিরায় উপজেলা প্রসাশন-এর আয়োজন ও ব্র্যাক এর সহযোগিতায় সকাল ১০ টায় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ পালিত হয়।
এ র‌্যালী ও আলোচনা সভায় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম-এর সভাপতিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার।
এ সময় বিভিন্ন দফতরের কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মিয় নেতা, ব্র্যাক কর্মী, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার প্রতিনিধি ও জনসাধারন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিবর্তনে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। প্রবাসীরা দেশে অর্থ পাঠায় বলেই, চাকরিজীবিরা বেতন পায়। এজন্য প্রবাসীদের কল্যাণার্থে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করা হয়েছে, যাতে প্রবাসীরা সকল সুযোগ-সুবিধা পেতে পারে। জেলায় জেলায় প্রবাসী কল্যাণ ডেস্ক বসানো হয়েছে, যাতে করে প্রবাসীদের সকল অভাব অভিযোগ সরকার আমলে নিতে পারে।