
কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থায় মানুষ। তবুও শীতের পোষাক জোড়িয়ে বিকেলে থেকে শরীয়তপুরের জাজিরা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে খোলা মাঠে জড়ো হতে থাকেন লাখো মানুষ। সবার উদ্দেশ্য জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া পিএইচডি গবেষক মাওলানা মিজানুর রহমান আযহারী মাহফিল শোনা।
জাজিরা শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপি ১০তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে জাজিরা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন ডা. মাওলানা মিজানুর রহমান আযহারী। তিনি বলেন, কিছুদিন পরেই পালন করা হবে বিশ্ব ভালোবাসা দিবস। চারদিকে ভালোবাসা, আর ভালোবাসা। আবার বিশ্ব মা ও বাবা দিবসও পালন করা হয়। যারা মা ও বাবা দিবস বছরে একবার পালন করেন, তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখেন। আর আমরা প্রতিদিন মা বাবাকে ভালোবাসি। তার জন্য ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না। এ কারনেই এখন জনগণ বাড়ছে, কিন্তু মানুষ বাড়ছে না, কমছে। তাই সকলকে কুরআনের আইন মেনে চলতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
এছাড়া বয়ান করেন নরসিংদী জামিয়া কাসিমিয়া কালিম মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম ও সাভার মারকায নগর তালীমুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী।
জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিংবডির সভাপতি মো. সেলিম মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সৈয়দ নজরুল ইসলাম রাসেল, জাজিরা পৌরসভার মেয়র মো. ইউনুস বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক।
মাহফিলে আসা মুসল্লিরা জানান, মাওলানা মিজানুর রহমান আযহারীর ওয়াজ শোনার জন্য দূর-দূরান্ত থেকে জাজিরায় ছুটে আসেন তারা। মাঠ ভরে বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন মুসল্লিরা। অনেকে যায়গা না পেয়ে চলে গেছেন।
মাহফিলের আয়োজক মো. সেলিম মাদবর বলেন, প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ডা. মাওলানা মিজানুর রহমান আযহারীর মাহফিল শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |