
৯ মে শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন)-এর তত্ত্বাবধানে শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে জাজিরা উপজেলার ব্যাংকের মোড় ও কাজীরহাট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ঔষধের দোকানসহ প্রায় ৫০ টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি নেয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শণ না করা ইত্যাদি অপরাধে প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান। শরীয়তপুরের বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে অভিযানে প্রতিয়মান হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।