Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

জাজিরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
জাজিরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

জাজিরা উপজেলায় এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গৃহবধূ মাহমুদা বেগম (২৩) বিলাসপুরের আরব আলী মাদবর কান্দির বাসিন্দা জসীম মাদবরের স্ত্রী। বৃহস্পতিবার (০৭ মে) রাতে ঘরের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় মাহামুদার স্বামী জসীম মাদবরকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।

স্বজনদের অভিযোগ, তার স্বামী যৌতুকের জন্য হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে। এছাড়া বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ নিহতের বড় ভাইয়ের।

জানা গেছে, ৪ বছর আগে জাজিরা বিলাসপুর ইউনিয়নের বুদাই মাদবর কান্দি গ্রামের বাসিন্দা ছামাদ মাদবরের মেয়ে মাহমুদার সঙ্গে পার্শ্ববর্তী বড়কান্দি ইউনিয়নের আরব আলী মাদবর কান্দি গ্রামের মোটরসাইকেল চালক জসিম মাদবরের বিয়ে হয়।

জাজিরা থানা পুলিশের ওসি (তদন্ত) এমএ মজিদ বকুল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদার স্বামী জসিম মাদবরকে আটক করেছি আমরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী জসিমের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার করেছেন মাহমুদা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে।