
প্রাণঘাতী করোনা ভাইরাস ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে দরিদ্র দিনমজুর ১৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও একজন মুজিব আদর্শের সৈনিক আলহাজ্ব সুলতান আহমেদ শিকদার।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উত্তর শিকদারকান্দী সুলতান শিকদার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছরের ন্যায় এ বছরও তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন। শুক্রবার (২২ মে) পর্যন্ত চলবে তাঁর এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম।
এ সময় বড় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটু শিকদার সহ এলাকার রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব সুলতান আহমেদ শিকদার এ বছর বড় গোপালপুর ইউনিয়নের দরিদ্র দিনমজুর ১৫’শ পরিবারের মাঝে ১৫’শ বস্তা চাল, ১৫’শ কেজি তেল, ১৫’শ কেজি চিনি ও ১৫’শ কেজি সেমাই বিতরণ করবেন।