Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

যুবলীগ নেতা ঝলকের নেতৃত্বে ইকবাল হোসেন অপুর পিতা মাতার কবর জিয়ারত

যুবলীগ নেতা ঝলকের নেতৃত্বে  ইকবাল হোসেন অপুর পিতা মাতার কবর জিয়ারত
যুবলীগ নেতা ঝলকের নেতৃত্বে ইকবাল হোসেন অপুর পিতা মাতার কবর জিয়ারত

জাজিরা ইউনিয়নের যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন ঝলকের নেতৃত্বে শরিয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি এর পিতা
মরহুম এ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া ও মাতা মরহুমা আঞ্জমান আরা বেগম এর কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্তিত ছিলেন জাজিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন ঝলক,সাধারণ সম্পাদক এইস এম চুন্নু, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম,
মুতালেব হাওলাদার, সহ সভাপতি মামুন এবং মোবারক, মোঃ নাঈম,আরো নেতৃবৃন্দ ।

এ সময় মোজাফফর হোসেন ঝলক বলেন, পালং জাজিরার মাটি ইকবাল হোসেন অপু এম পির ঘাটি, আমরা অপু ভাইয়ের নেতৃত্বে জাজিরা ইউনিয়নের সব মানুষ সঠিক সেবা দিয়ে যাবো, এবং করোনা মোকাবেলায় সবার সহযোগীতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।