শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

জাজিরায় ইতালী আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা জাকিরের ত্রাণ বিতরণ

জাজিরায় ইতালী আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা জাকিরের ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে মূলনা ইউনিয়নের করোনা মহামারীতে অসহায় হয়ে পড়া ৫’শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছেন ইতালি মিলান আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা জাকির।

রবিবার ২১ জুন সকাল থেকে মূলনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তিনি এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তেল, চিনি, দুধ ও সেমাই ইত্যাদি। এছাড়া ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা করে নগদ অর্থও প্রদান করা হয়।

এ সময় ইতালি প্রবাসী মহিলা আ’লীগ নেত্রী করোনা মহামারী থেকে বাচতে সকলকে সচেতন হতে বলেন এবং সকলকে ঘরে থাকতে আহবান জানান। এছাড়া তিনি করোনা দুর্যোগে সবসময় দুস্থ অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


error: Content is protected !!