
পদ্মা সেতু জাজিরা ও মাওয়া প্রান্তের নির্মাণ কাজ ও এপ্রোর্চ রোড এর উন্নয়ন কর্যক্রম পরিদর্শণ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। শুক্রবার ১৩ নভেম্বর দুপুর ১২ টায় এ পরিদর্শণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এবং জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সেনা বাহিনীসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও এ সময় মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস’কে শরীয়তপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ও পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।