
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপশাখা উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে ১৪৪ টি উপশাখার উদ্বোধন করা হলো।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের ব্যাংক মোড় আব্দুস সালাম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই উপশাখা উদ্বোধন করা হয়। এইদিন জাজিরা উপশাখাসহ মোট ১৩টি উপশাখা ঢাকা ধমরাই উপশাখা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।
জাজিরায় উপশাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক শরীয়তপুর শাখা প্রধান মো. মাহমুদ হাসান, শরীয়তপুরের জনপ্রিয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস মাদবর, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফুকুল ইসলাম, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক এমদাদ মাদবর, জাজিরা শাসসুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুট রব হাশেমী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাজিরা উপশাখার ইনচার্জ বাদশা ফয়সাল।