
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাঙ্গী পপি আক্তারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারী) দিবাগত রাত ৩ টায় দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী নকরী মাদবরকান্দী গ্রামের বাবা মতি মাদবরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পপি একই ইউনিয়নের রূপবাবুর মদন তালুকদার কান্দী গ্রামের আনোয়ার তালুকদারের স্ত্রী।
জাজিরা থানার ওসি (তদন্ত) মিন্টু মন্ডল জানান, পপি দীর্ঘদিন যাবত এলাকায় যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলের বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হাজী নকরী মাদবরকান্দী গ্রামের বাবা মতি মাদবরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পপিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে এবং তার জিম্মায় থাকা ওই বসতঘর থেকে প্রায় ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট নিজেই এনে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |