Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে পৃথক দুটি স্থানে একই দিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু -২

শরীয়তপুরে পৃথক দুটি স্থানে একই দিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু -২
শরীয়তপুরে পৃথক দুটি স্থানে একই দিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু -২

শরীয়তপুর সদর উপজেলার চরচিকন্দী ও শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর এলাকায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে।

জানাগেছে, বৃহসপতিবার ১৭ জুন শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী খলিল হাওলাদারের বাড়ির সামনে বেলা ১২টায় গরুর গাড়ি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহার (৩০) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।

অপরদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজির হাট থেকে ভটভটি চান্দের গাড়িতে গরু ভর্তিকরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বিকাল চারটার দিকে বিলাসপুর বাজারের পাশে পৌঁছলে চেসিস ভেঙ্গে গাড়িটির ফারুক শেখ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

#