Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে নিশান গ্রেফতার

জাজিরায় স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে নিশান গ্রেফতার
জাজিরায় স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে নিশান গ্রেফতার

জাজিরায় ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি নাহিদ ইসলাম নিশান (১৬)কে ১৮ জুন শুক্রবার রাতে জাজিরা থানা পুলিশ দ্রুততম সময়ে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার ১৭ জুন রাতে জাজিরা থানার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজি নকরি মাদবর চর কান্দির এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাহিদ ইসলাম নিশান ওই স্কুলছাত্রীর (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায়শই নিশান তার সঙ্গে দেখা করতে যেত। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে সে পেছনের দরজা দিয়ে ওই ছাত্রীর বাড়িতে প্রবেশ করে। তার সঙ্গে দীর্ঘ চারঘন্টা প্রেমালাপের এক পর্যায়ে নিশান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চায়।

মেয়েটি রাজি না হওয়ায় নিশান জোর জবরদস্তি করা শুরু করে। এক পর্যায়ে সে ওই ছাত্রীর মুখের ওপর কম্বল চাপা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এলাকাবাসীর সহয়াতায় জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গত শুক্রবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে আসামি নিশানকে গ্রেপ্তার করে।