Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় জামিনে এসে ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে আসামির হুমকি

জাজিরায় জামিনে এসে ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে আসামির হুমকি

শরীয়তপুর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবায় ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নিলে ভিকটিম ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন আসামি পক্ষ। সোমবার (২১ জুন) দুপুরে শরীয়তপুর জেলা শহরের একটি নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ভিকটিম ও তার পরিবার।

ভিকটিমের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজি নকরি মাদবর চরকান্দির এলাকার আলমগীর শেখের ছেলে নিশান শেখ গত ১৭ জুন প্রতিবেশী এক স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে তাদের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে নিশানকে ঘরের মধ্যে আটক করে। আটকে রাখার খবর পেয়ে ছেলের পরিবার লোকজন নিয়ে ছেলেটিকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। এছাড়া বিষয়টি ধামাচাপা দিতে এবং কাউকে কিছু না বলার জন্য অভিযুক্তের পরিবার সহ এলাকার একটি প্রভাবশালী মহল ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি ধামকি দিতে থাকে।

নিরুপায় হয়ে ভিকটিমের বাবা এলাকাবাসীর সহযোগিতায় গত ১৯ জুন জাজিরা থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। পরে জাজিরা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

ভিকটিম ও পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আটকের একদিন পরেই আসামী জামিনে ছাড়া পেয়ে যায়। এরপর এলাকায় তাদের দাপট আরও বেড়ে যায়। মামলা তুলে না নিলে আসামী পক্ষের জুলহাস শেখ, মিঠু শেখ, জাহিদ শেখ, আলমগীর শেখ সহ আরও অনেকে বিভিন্ন ভাবে আমাদের খুন, গুম অথবা এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। আমরা আতংকের মধ্যে আছি। আমরা মান ইজ্জত নিয়ে এলাকায় শান্তিতে বসবাস করতে চাই। সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভিকটিম ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।