Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

জাজিরায় পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকা থেকে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে সেনা সদস্যরা। তার নাম বিজয় কুমার রায় (৪২)। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। তার বাবার নাম টুনা রায়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। জাজিরা থানার পুলিশ তার বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলার দুই ঘন্টার মধ্যে তার বিরুদ্ধ অভিযোগপত্র প্রস্তুত করে তা বুধবার আদালতে জমা দিয়েছে জাজিরা থানার পরিদর্শক তদন্ত মিন্টু চন্দ্র মন্ডল। জাজিরা থানা সূত্র জানায়,সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধিনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতু এলাকায় রাতে টহল দিচ্ছিলেন। তখন পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন ও ৯৯ কম্পোজিট বিগ্রেড এলাকার কাছে সন্দেহ ভাজন এক ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। টহলরত সেনা সদস্যরা তাকে আটক করেন। ওই ব্যক্তি ভারতের বিহার প্রদেশের নাগরিক। তার নাম বিজয় কুমার রায়। এর পর বুধবার সকাল ৬টার দিকে তাকে জাজিরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাজিরা থানার উপপরিদর্শক অপু বড়ুয়া বাদী হয়ে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্টে আটক ভকরতীয় নাগরিক বিজয় কুমার রায়কে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত করার দায়িত্ব দেয়া হয় থানার পরিদর্শক মিন্টু চন্দ্র মন্ডলের কাছে। তিনি দুই ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র প্রস্তুত করেন। বুধবার দুপুরে ওই ব্যক্তি ও তার বিরুদ্ধে প্রস্তুত করা অভিযোগপত্র আদালতে উপস্থাপন করেন। আর আদালত তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,সেনাবাহিনীর একটি টহল টিম পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে সন্দেহ ভাজন ভারতীয় নাগরিককে আটক করেছে। সে বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ-পত্র দেখাতে পারেননি। তাই তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনের ৪ ধারায় মামলা করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই ঘন্টায় অভিযোগপত্র তৈরি করা হয়েছে। অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আর আটক ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।