Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ২ দিনের ব্যবধানে পদ্মা সেতু এলাকায় আরও ১জন ভারতীয় নাগরিক আটক

শরীয়তপুরে ২ দিনের ব্যবধানে পদ্মা সেতু এলাকায় আরও ১জন ভারতীয় নাগরিক আটক
শরীয়তপুরে ২ দিনের ব্যবধানে পদ্মা সেতু এলাকায় আরও ১জন ভারতীয় নাগরিক আটক

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন আরও এক ভারতীয় নাগরিক আটক করেছে সেনা সদস্যরা। পরে জাজিরা থানা পুলিশের কাছে ওই ব্যক্তিতে হস্তান্তর করা হয়। সন্দেহভাজন ভারতীয় নাগরিকের নাম রূপসা রায় (৪০)।

এ নিয়ে গত ২ দিনে ২ ভারতীয় নাগরিক আটকের ঘটনা ঘটেছে। দি কন্ট্রোল এন্ট্রি অফ এ্যাক্ট আইনে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযোগপত্র দাখিল শেষে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে জাজিরা থানা পুলিশ।

মামলার তদন্তকারি কর্মকর্তা ফরিদ মিয়া জানান, পদ্মা সেতু এলাকায় ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধিনে ২৮ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে সেতু এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘোরাফেরা করলে সেনা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জাজিরা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। ওই আসামীর ভারতের নাগরিক। তিনি হিন্দী ভাষায় কথা বলেন। আটককৃত রূপসা রায়ের বাড়ি ভারতের গুজরাটের বিল্লা গ্রামে। বাবা নাম খোরা রায় এবং মায়ের নাম চিবু। ভারতীয় নাগরিক হয়েও অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে এসআই মামলগীর বাদি হয়ে ১৯৫২ সালের দি কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট আইনের ৪ ধারায় মামলা করেন। উল্লেখ্য গত ২৪ জুন পদ্মা সেতু প্রকল্প এলাকার সেনাবাহিনীর এলপিজি গেইট থেকে বিজয় কুমার রায় নামে আরও এক ভারতীয় নাগরিককে আটক করে সেনা সদস্যরা।

#