
শরীয়তপুরের জেলার জাজিরা উপজেলার পূর্ব সেনেরচর হাওলাদার কান্দি গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতি পক্ষ সন্ত্রাসী দুলাল হাওলাদার বাহিনীর হামলার একই এলাকার নিরীহ ৭ টি বসতি ভিটা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযগ এর ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেতে ভ’ক্তভোগী পরিবার।
১৫ জানুয়ারী বেলা ১২ টার দিকে প্রকাশ্যে ওই সন্ত্রাসী বাহিনী শতাধিক লোকজন দেশিও লাঠি সোটা সহ আগ্নে অস্ত্র নিয়ে এইমলা চালান। এই ঘটনা পর পরই সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান।
হামলা শিকার ওই পরিবার গুলো এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন জাপান করছেন।
এই ঘটনায় ভুক্তভুগী পরিবার জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন,পুলিশ এখন পযন্ত কাউকে আটক করতে পারেনি।
থানায় অভিযোগ ও সরেজমিন গিয়ে জানাযায়, শনিবার দুপুরে, জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের পূর্ব সেনের চর গ্রামের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে, স্থানিয় সন্ত্রাসী দুলাল হাওলাদার এর নৃতিত্বে- মঞ্জু হাওলাদার, মোক্তার হাওলাদার, মোশারেফ হাওলাদার,নাহিদ হাওলার,মজি হাওলার,ফিরুজ হাওলাদার, কামাল হাওলাদার, রফিক হাওলাদার, নুরুল হাওলাদার,শরবত আলী সহ শতাধিক ভারাটি সন্ত্রাসী নিয়ে এই হামলা চালায়।
এমন কি সন্ত্রাসীরা এলকার নিরীহ এরশাদ হাওলাদার, বাচ্চু হাওলাদার, নাসির হাওলাদার, বেলায়েত হাওলাদার, আবুল বাসার দের থাকার চারটি ঘর ভাংচুর লুটপাট চালায় এবং আবু আলেম হাওলাদর, টিটু হাওলাদার, টিপু হাওলাদার থাকার তিনটি বসতি ভিটা আগুন লাগিয়ে পুরে তছনছ করে এবং তান্ডব চালায়।
এতেই ওই অসহায় পরিবার গুলো ২ কোটি টাকার অধিক ক্ষতি গ্রস্থ হয় বলে জানিয়েছেন তারা।
ভ’ক্তভুগী আবু আলেম হাওলাদার জানান, আমার শেষ সম্বল ঘরটি সন্ত্রাসীারা যেভাবে পুড়ে দিলো এটা কোনো কাম্যনয়, আমার সবাই শেষ হয়ে গেলাম।
আমরা এখন খোলা আকাশের নিচে বাস করছি, এখন ওই সন্ত্রাসীরা আমকে সহ আমার পরিবারের সদস্য দের মেরেরফেলার হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে। আমার এখন পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করছি।
এব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান জানান, পূর্ব সেনেচর আগুন লাগার ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। এই ঘটনায় উভয় গ্রুপ মামলা দায়ের করছে, পুলিশ মাঠে কাজ করছেন প্রকৃত দুষিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |