Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরা উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচনী প্রচারনা জমজমাট

জাজিরা উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচনী প্রচারনা জমজমাট
জাজিরা উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচনী প্রচারনা জমজমাট

ষষ্ঠধাপে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১জানুয়ারি অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক বিহীন এ নির্বাচনের প্রচার -প্রচারনা এখন জমজমাট। নানা কৗেশলে প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। দলীয় প্রতীক না থাকায় প্রচার-প্রচারনায় নুতনমাত্রা যোগ হয়েছে।

সারা দেশে বাংলেদেশ অওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থীগণ নির্বাচনে অংশগ্রহণ করলেও শরীয়তপুর ও মাদারীপুর জেলায় নৌকা প্রতীক নেই। এ দুজেলার অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে দলীয় হাইকমান্ড এ সিদ্ধান্ত নিয়েছেন।

ষষ্ঠধাপে শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা,বড়কান্দি, সেনেরচর ও নাওডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচন আনুষ্ঠিত হবে।

এ ৪ ইউনিয়নে চয়োরম্যান পদে ৩০জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে৫৪জন ও সাধারণ সদস্য পদে১২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জাজিরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নুর মোহাম্মদ ও বড় কান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই চার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪৯হাজার ৭৮৭ জন। জাজিরা উপজেলার ষষ্ঠ ধাপে ৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। তবে এই ইভিএম পদ্ধতিতে কিছু চেয়ারম্যান প্রার্থী আগ্রহ এবং কিছু চেয়ারম্যান প্রার্থী অনাগ্রহ প্রকাশ করেন এমনটাই বললেন গণমাধ্যমকে।

জাজিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মাস্টার গণমাধ্যমকে বলেন ইভিএম ভোট পদ্ধতি ভোটারদের কাছে একেবারেই নতুন। ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয় এই ব্যাপারে ভোটারদের সচেতন করলে ভালো হতো।

ইভিএম সম্পর্কে ভোটারদের মনে কোন ভয় থাকবে না। এ প্রসঙ্গে নির্বাচনের দায়িত্বে থাকা রির্টানিং কর্মকর্তা মনজুর হোসেন খান জানান সকল ধরনের চাপ ও তাপ উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।