
জাজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিকদার মাহমুদ শাহীন সমর্থকদের উপর্যপুরি হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের শিকার জাজিরা ইউনিয়নের অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম রফিকুল ইসলাম। এছাড়া তিনি বহিরাগতদের অনুপ্রবেশের বিষয়েও অভিযোগ তোলেন। তিনি শনিবার ২৯ জানুয়ারি বিকেলে সাংবাদিকদের নিকট এসব অভিযোগ তোলেন। এর আগে তিনি ২৯ জানুয়ারি দুপুরে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাজিরা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদুল আলমের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
চেয়ারম্যান প্রার্থী এস এম রফিকুল ইসলাম অভিযোগ করেন, আগামী ৩১ জানুয়ারি জাজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অটোরিকশা মার্কা নিয়ে আমার প্রচার প্রচারণা করে আসছি। কিন্তু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিকদার মাহমুদ শাহীন সমর্থকদের হুমকি-ধমকি ও বাধার কারনে আমার প্রচারণায় অনেক ব্যহত হয়েছে। এছাড়া শিকদার মাহমুদ শাহীন কিছু বহিরাগত সমর্থক যেমন-জাজিরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন শিকদার, সেলিম মাদবর ও লুৎফর মাদবরসহ অনেক লোকজন দিয়ে প্রচারণা চালিয়েছে, যা নির্বাচনী বিধির বাইরে। এমতাবস্থায় আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট জোর অনুরোধ করছি।
এ বিষয়ে শিকদার মাহমুদ শাহীন বলেন, আমার জনসমর্থন দেখে রফিক মাষ্টার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা মাঠে যাচাইবাছাই করুক, ঘটনা সত্য না মিথ্যা! গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসার ও জাজিরা ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা জাহিদুল আলম বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |