Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পদ্মা সেতু বিদ্যুতের আলোতে আলোকিত

পদ্মা সেতু বিদ্যুতের আলোতে আলোকিত
পদ্মা সেতু বিদ্যুতের আলোতে আলোকিত

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বিদ্যুতের মাধ্যমে ২০৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে। এর মাধ্যমে এক সঙ্গে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া সাইটে ১ নম্বর পিলার থেকে ২১ নম্বর পর্যন্ত ও দুই ভায়াডাক্ট সহ মোট ২০৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে।

রাতে এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদ্দাম হোসেন বলেন, ‘শনিবার (৪ জুন) থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক আলো প্রজ্বালন শুরু হয়। আর গত শুক্রবার (১০জুন) ৬২টি বাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করা হয়। আজ বিদ্যুতের মাধ্যমে সেতুর অর্ধেক অংশে বাতি জ্বালানো হবে।’

স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।

অপরদিকে, জাজিরার নাওডোবা প্রান্ত থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট রয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্টে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।