Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

জাজিরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা
জাজিরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুন), শরীয়তপুর জেলা পরিষদ অডিটোরিয়াম, জাজিরায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নাজিরুল্লাহ্, সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুর।

অনুষ্ঠানে বক্তারা মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনার কথা বলেন এবং সামাজিক আন্দোলন করে তুলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।