Friday 19th April 2024
Friday 19th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জাজিরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

জাজিরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুন), শরীয়তপুর জেলা পরিষদ অডিটোরিয়াম, জাজিরায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নাজিরুল্লাহ্, সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুর।

অনুষ্ঠানে বক্তারা মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনার কথা বলেন এবং সামাজিক আন্দোলন করে তুলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।