Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ

জাজিরায় পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ

জাজিরা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।

এ সময় জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর প্রমূখ উপস্থিত ছিলেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ্ জানান, জাজিরা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৫০ জন ভিক্ষুকদের মাঝে ৪৩ টি ছাগল, ৩ টি সেলাই মেশিন, ১ টি হুইল চেয়ার ও ৩ জন ভিক্ষুককে ক্ষুদ্র ব্যবসার জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম পূর্বেও ছিল আগামীতেও অব্যাহত থাকবে। যাতে করে ভিক্ষুকদের ভিক্ষা করে খেতে না হয়, তারা কর্ম করে খান।

জাজিরা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণকালে উপস্থিত শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। পাশে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ্সহ অন্যান্যরা। ছবি- দৈনিক রুদ্রবার্তা

জাজিরা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণকালে উপস্থিত শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। পাশে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ্সহ অন্যান্যরা। ছবি- দৈনিক রুদ্রবার্তা