মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

বাল্যবিবাহ প্রতিরোধে জাজিরা এসডিএস’র মত বিনিময় সভা

বাল্যবিবাহ প্রতিরোধে জাজিরা এসডিএস’র মত বিনিময় সভা

বাল্যবিবাহ প্রতিরোধ জাজিরা উপজেলা পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২০ নভেম্বর জাজিরা উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।

মতবিনিময় সভায় এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বাল্য বিবাহ প্রতিরোধে এসডিএস এর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। এ সময় তিনি উপস্থিত সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন ও আইনের সুষ্ঠ ব্যবহার এবং কিশোর-কিশোরীদের নিয়ে নিয়মিত কাউন্সিলিং করার অনুরোধ জানান। এরপর তার পক্ষে বাল্য বিবাহের বিভিন্ন দিক নিয়ে নিয়ে স্লাইড উপস্থাপন করেন এসডিএস’র মানব সম্পদ বিভাগের উপ-পরিচালক অমলা দাস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, শুধু এনজিও নয় সরকারি সংস্থাগুলোকেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে , গ্রাম উন্নয়ন কমিটি আছে, ইউনিয়ন পরিষদের সদস্যগণ আছেব তারা যদি একটু সজাগ থাকেন তাহলে যেকোন অপসংস্কৃতি রুখে দেয়া সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!