Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে কিশোর ভ্যান গাড়ি নিয়ে রোজগারের উদ্দেশে, খোজ মেলে ভুট্টাক্ষেতে মরদেহ

শরীয়তপুরে কিশোর ভ্যান গাড়ি নিয়ে রোজগারের উদ্দেশে, খোজ মেলে ভুট্টাক্ষেতে মরদেহ
শরীয়তপুরে কিশোর ভ্যান গাড়ি নিয়ে রোজগারের উদ্দেশে, খোজ মেলে ভুট্টাক্ষেতে মরদেহ

একটি ভ্যান গাড়ির জন্য হত্যা করা হয়েছে প্রাপ্ত (১৪) নামে এক কেশোরকে। এমন তথ্য জানিয়েছে জাজিরা থানা পুলিশ।

নিহত প্রান্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের মৃত আজিকুল রহমানের ছেলে।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে আফাজউদ্দিন বেপারী কান্দি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে প্রান্তর মরদেহ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, গত ১২ ফ্রেব্রুয়ারী ভ্যান গাড়ি নিয়ে রোজগারের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফিরেনি প্রান্ত। ১৩ ফেব্রুয়ারী পরিবারের পক্ষ থেকে জাজিরা থানায় একটি নিখোঁজের ডাইরী করা হয়।

পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে। ভ্যান গাড়ির চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রান্তকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারনা করেছে।